যশোরে ট্রাকচাপায় নিহত ২


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

যশোরের মণিরামপুর উপজেলায় পেট্রলবোমা নিক্ষেপ করে পালাতে গিয়ে ট্রাকের চাপায় দুই হরতালসমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে যশোর-মনিরামপুর সড়কের বেগারিতলায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের নাম পরিচয় এখনও জানা যায়নি। অপরদিকে, যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনিতে এক বিএনপি কর্মী আহত হয়েছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন জানিয়েছেন, মঙ্গলবার ভোরে বেগারিতলায় মোটরসাইকেলযোগে দুই হরতালসমর্থক ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করার চেষ্টা করে। এ সময় ট্রাকচাপায় ওই দুজন গুরুতর আহত হন এবং তাদের মোটরসাইকেলটি গুড়িয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করেছে।

অপরদিকে একই সময়ে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পেট্রলবোমা নিক্ষেপকালে শাহীন (৩০) নামে এক বিএনপিকর্মী গণপিটুনির শিকার হয়েছেন। আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।