৪ শিশু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ৯ অক্টোবর
হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ না করে আগামী ৯ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। সেই সঙ্গে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম মোল্লা মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে নির্ধারিত তারিখে কারাগারে থাকা আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটি চাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলে রুবেল ও জুয়েলসহ চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়া ঘটনার অন্যতম আসামি বাচ্চু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর