পরশুরাম ও ফুলগাজীর ইউপির নির্বাচন ৩১ অক্টোবর
ফেনীর পরশুরাম ও ফুলগাজীর স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল সোমবার ঘোষণা করা হয়েছে। ফেনী জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে পরশুরাম উপজেলার স্থগিত হওয়া ৩টি এবং ফুলগাজীর স্থগিত হওয়া ৬টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই হবে ৭ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখে ১৪ অক্টোবর। পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সাহেদা আক্তার তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচন অফিস ঘেরাও করে রাখা, ফুলগাজীতে নির্বাচন কর্মকর্তাকে মারধর এবং পরশুরামে সবকটি চেয়ারম্যান পদে ও মেম্বার পদে একজন করে মনোনয়নপত্র জমা দেয়ার অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পুনরায় তফসিলে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং সব চেয়ারম্যান ও মেম্বার পদে আগ্রহী সবার মনোনয়নপত্র সংগ্রহের জন্য নিরাপত্তা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জহিরুল হক মিলু/এএম/পিআর