মুন্সিগঞ্জে মলম পার্টির দুই সদস্যকে গণধোলাই


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৬

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর এলাকায় মলম পার্টির দুই সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

মলম পার্টির সদস্যরা হলেন মো. আমিন (৪২), মো. জাহাঙ্গীর (৪৫)।

শ্রীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ষোলঘর এলাকায় মলম পার্টির দুই সদস্যকে এলাকাবাসী গণধোলাই দিয়ে শ্রীনগর থানায় সোপর্দ করে। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।