কনস্টেবল পদে প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্র আটক


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

হবিগঞ্জে পুলিশের কনস্টেবল পদে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্র রুবেল সরকার আটক হয়েছেন। তিনি নিজেকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেছেন।

রুবেল সরকার কুমিল্লার সিদলাই এলাকার আব্দুস সালামের ছেলে। রুবেল চুনারুঘাট উপজেলার রাণিকোট গ্রামের আব্দুল মালেকের ছেলে মাহিন মিয়ার বদলে পরীক্ষায় অংশ দিতে গিয়েছিলেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মঙ্গলবার জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মাহিন মিয়ার বদলে রুবেল সরকার অংশ নেয়। প্রবেশপত্রে মাহিনের ছবি বদল করে নিজের ছবি জুড়ে দেয় রুবেল।

বিকেলে পরীক্ষা শুরু হলে প্রবেশপত্র পরিদর্শনকালে রুবেল সরকারকে সন্দেহ হয়। দেখা যায় প্রবেশপত্রের ছবিটি বদলে ফেলা হয়েছে। পরিষ্কার বুঝা যাচ্ছিল এখানে অন্যকোনো ছলি লাগানো হয়েছে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দেন। পরে তাকে আটক করে সদর থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।