মাদক চোরাচালান মামলায় একজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:১১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়ায় মাদক চোরাচালান মামলায় সামাজুল মন্ডল নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বী জানান, ২০১৩ সালের ১ মার্চ রাত সাড়ে ৮টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ সামাজুলকে (৪৫)  আটক করে পুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ১ (ক) ধারায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে প্পাঠানো হয়।

আল-মামুন সাগর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।