রাঙামাটিতে পিসিপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

বান্দরবানে আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণ মামলায় গ্রেফতার ওই জেলার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা বাঅংচিং মারমার নিঃশর্ত মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
 
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের জনসংহতি সমিতির জেলা অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
পিসিপির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা।

এসময় আরও বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির জেলা কমিটির সদস্য ত্রিজিনাদ চাকমা, যুব সমিতির সভাপতি টোয়েন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের দীপা চাকমা প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ অন্যায়ভাবে পিসিপি নেতা বাঅংচিং মারমাকে অপহরণের মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পাঠানো হয়।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।