সাভারে বিআরটিসির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় যাত্রীবাহী বিআরটিসি দ্বো-তলা বাসের ধাক্কায় হায়দারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বাগেরহাট জেলা সদরের মৃত শাহাদাৎ খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের  আমিনবাজার এলাকায় ঢাকা থেকে সাভারের উদ্দেশ্যে আসার পথে বিআরটিসি দ্বো-তলা একটি বাস মোটরসাইকেল আরোহীকে ওভারটেক করে আসার সময় সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল আরোহি ঘটনাস্থলেই নিহত হয়।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।