ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আরিফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের নায়েক আমিরুল ইসলাম ও পুলিশ কনস্টেবল তুষার এমরান।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলামের বাড়ি নওগাঁ জেলার বদরগাছী উপজেলার খোজাগাড়ী গ্রামে। আহত পুলিশের নায়েক আমিরুল ইসলাম ও কনস্টেবল তুষার এমরানকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, ভোরে টহল পুলিশ বহনকারী অটোরিকশাকে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল আরিফকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ ঘাতক ট্রাককে আটক করতে পারেনি।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।