নাটোরে ৩৩ পয়েন্টে আনসার মোতায়েন


প্রকাশিত: ০৪:২২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

নাটোরের মহাসড়কসহ ৩৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ৩৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা মোকাবেলার পদক্ষেপ হিসেবে বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের মোতায়েন করা হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব অবস্থানে থাকতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ ৩৩টি পয়েন্টের মধ্যে ১১টির অবস্থান নাটোর সদর উপজলায়।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আব্দুর রশীদ জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নির্দেশে জেলায় পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল করার লক্ষ্যে তাদের মোতায়েন করা হয়েছে।

জেলার ৩৩টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে ১২ জন করে মোট ৩৯৬ জন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা তিন শিফটে ভাগ হয়ে প্রতিটি ৮ ঘণ্টার শিফটে ৪ জন করে একসঙ্গে দায়িত্ব পালন করবেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।