কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
কুষ্টিয়ার বটতৈলে রেনেটা ফার্মাসিউটিক্যালের পিক আপ ভ্যানের ধাক্কায় মটরসাইকেল আরোহী রনি আহমেদ (২৫) নিহত হয়েছেন। এসময় মটোরসাইকেলে থাকা মাসুদ পারভেজ প্রিন্স (২৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ পিক আপ ভ্যানটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহর থেকে মটরসাইকেলযোগে রনি আহমেদ ও তার বন্ধু মাসুদ পারভেজ প্রিন্স পোড়াদহ যাচ্ছিল। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতৈল পুলিশ ক্যাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রেনেটা ফার্মাসিউটিক্যালের পিক আপ ভ্যানটি তাদের মটোসাইকেলে ধাক্কা দেয়। এতে রনি ও প্রিন্স রাস্তায় ছিটকে পরে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রনি আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদ পারভেজ প্রিন্সের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-মামুন সাগর/এফএ/এমএস