নিয়ামতপুরে ১১ বস্তা সরকারি চালসহ আটক ১


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৫ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় ভটভটি চালক আশাদুল ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ। এ সময় ভিজিএফের ১১ বস্তা চাল উদ্ধার করা হয়।

বুধবার সকালে তাকে আটক করা হয়। তবে ডিলার ওয়াহেদুল ইসলাম পালিয়ে যান। আটক চালক আশাদুল ইসলাম উপজেলার চন্দননগর পদ্মপুকুর গ্রামের এছের আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে উপজেলার চন্দননগর ইউনিয়নের কার্ডধারীদের মধ্যে গত সোমবার ও মঙ্গলবার ডিলার ওয়াহেদুল ইসলাম ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেন।

বুধবার সকালে ছাতড়া বাজার থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিলকৃত চালের বস্তা ভর্তি একটি ভটভটি ছাতড়া-নিয়ামপুর সড়কের দিকে যাওয়ার সময় সন্দেহ হলে গাড়িটি আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চালের বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। এ সময় ভটভটির চালক আসাদুল ইসলামকে আটক করা হলেও ডিলার ওয়াহেদুল ইসলাম পালিয়ে যায়।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার ওয়াহেদুল ইসলাম এবং ভটভটির চালক আসাদুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চালক আসাদুল ইসলামকে আটক করা হয়েছে। ডিলার ওয়াহেদুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।