সাবেক এমপি মোজাহারের দাফন সম্পন্ন


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্য মো. মোজাহার হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দুপুর ২টায় তার প্রথম কর্মস্থল বোদা উপজেলার সাকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে বুধবার ভোরে তার মরদেহ পঞ্চগড় নেয়া হয়। সকাল ১০টায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের পাশে শেরে বাংলা পার্কে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান ছাড়াও জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মো. মোজাহার হোসেন ১৯৯১ সালে আওয়ামী জোটের শরিক দল হিসেবে সিপিবির হয়ে প্রথমবারের মতো পঞ্চগড়-২ আসনের (বোদা ও দেবীগঞ্জ) সংসদ সদস্য নির্বাচিত হন। পরর্তীতে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ এবং ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত সোমবার রাত ১০টায় ঢাকার এক প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সফিকুল আলম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।