পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি মফিজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বিকেলে আদালত আসামি পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার তার কর্মচারী জসিম উদ্দিনের সামনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। এ ঘটনায় মফিজ উদ্দিন বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন এপিপি অ্যাডভোকেট আব্দুল খালেক সাগর।
আহমেদ নাসিম আনসারী/এএম/এবিএস