পদ্মায় আটকা পড়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে আছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বুধবার সন্ধ্যা ৬টায় ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হওয়ায় সন্ধ্যা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে এই নৌরুট দিয়ে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিমুলিয়া ঘাট থেকে পরিবহন, যাত্রীবাহী বাস ও ছোট-বড় গাড়ি নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসছিল রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

মূল পদ্মা থেকে লৌহজং টার্নিং পয়েন্ট পার হতে হাজরা চ্যানেলমুখে আসলেই ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন, ‘রো রো ফেরিটি কাওড়াকান্দি আসার পথে হাজরা চ্যানেলের ডুবোচরে আটকে যায়। চ্যানেল মুখ আটকে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এ দিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো চ্যানেল পার হতে না পেরে পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।

এ কে এম নাসিরুল হক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।