শিশু ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে ফুলপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে জসিম উদ্দিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেল।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ জুলাই বিকেলে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সলঙ্গা গ্রামের এমদাদুল হকের স্ত্রী শরীফা খাতুন বাড়ির পাশে মাঠে গরু আনতে যান। এ সময় তার শিশুকন্যা জোনাকী আক্তারকে মাঠের পাশে রেখে যান। কিছুক্ষণ পর জোনাকীকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা জসিম উদ্দিনের লুঙ্গিতে রক্তের দাগ দেখে এবং তার গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে জোনাকী আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জসিম উদ্দিন।
এরপর পুলিশ গ্রামের হঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জোনাকীর মা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আতাউল করিম খোকন/এএম/এবিএস