ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শরীফা খাতুন নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত ও ৯ ইজিবাইক যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের ডাকবাংলা ত্রিমোহণী ও মধুপুর পাঁচ মাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত শরীফা খাতুন চুয়াডাঙ্গার সরজগঞ্জের মাহমুদজুমা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। অপর ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার দু’টি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা সদরের ডাকবাংলা ত্রিমোহণীতে দুপুর দেড়টার দিকে ১ম শ্রেণির ছাত্রী শরীফা খাতুন তার মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি আলমসাধু তাকে চাপা দেয়। আহত শরীফাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি হরেন্দ্রনাথ সরকার আরো জানান, উপজেলার মধুপুর পাঁচ মাইল এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহগামী একটি ইজিবাইকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর