টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ আটক ৪


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে আটক হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক হাজার ইয়াবাসহ বেসরকারি সংস্থা এসিএফ-এর একজন চিকিৎসককে আটক করেছে ডিবি পুলিশ। অপর সাত হাজার ইয়াবা ও প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানসহ চারজনকে আটক করে টেকনাফ থানা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দেওয়ান আবুল হোসেন জানিয়েছেন, শনিবার বেলা ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ বিদেশী সংস্থা এসিএফ-এ কর্মরত চিকিৎসক দেবাশীষ রঞ্জনকে (৪০) আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, শনিবার বেলা ১২টার দিকে হোয়াইক্যাংয়ে পুলিশ প্রিমিয়ার সিমেন্টের গাড়ীতে অভিযান চালিয়ে সাত হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করে। এসময় কক্সবাজারগামী (ঢাকা মেট্টো ১১-২৩৪৩) প্রিমিয়ার সিমেন্টের কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।  

এ ঘটনায় আটকরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে মো. সোহাগ (৩০), ভোলা জেলার আলীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে জাফর ইকবাল (৩০) ও একই জেলার চরগাজী গ্রামের রজব আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ (৩২)। এ ব্যাপারেও মামলা হয়েছে বলে জানান তিনি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।