বিলুপ্ত ছিটমহলের ৯ ইউপিতে মনোনয়নপত্র দাখিল
লালমনিরহাটের বিলুপ্ত ৯টি ছিটমহলের ইউনিয়নের ভোটগ্রহণ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলার নয়টি ইউনিয়নের মোট ৩৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে আওয়ামী লীগের ৯ জন, বিএনপির আটজন, জাতীয় পার্টির তিনজন, ইসলামী শাসনতন্ত্রের একজন, আওয়ামী লীগের বিদ্রোহী চারজন, বিএনপি বিদ্রোহী একজন, স্বতন্ত্র পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচনে এবার নতুন বাংলাদেশিরা ইউপি নির্বাচনে সাধারণ সদস্যপদে কয়েকজন প্রার্থী হয়েছেন।
রবিউল হাসান/এএম/পিআর