শৈলকুপায় পানের বরজে আগুন
ঝিনাইদহের শৈলকুপার রানীনগর গ্রামে আকমল বিশ্বাস নামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এরপর তারা ওই কৃষকের বাড়িতেও অগ্নিসংযোগ করার চেষ্টা করে। শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে।
কৃষক আকমল বিশ্বাস জানান, শনিবার ভোরে কে বা কারা তার বাড়ির একটি ঘরের জানালা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে তারা ঘুম থেকে জেগে আগুন নিভিয়ে ফেলে। এসময় লেপ, কাথা, বালিশ পুড়ে যায়।
এ ঘটনার কিছুক্ষণ পরেই তার এক বিঘা জমির পানের বরজে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পান খেতটি অনেকাংশ ভস্মিভূত হয়ে যায়। তবে শত্রুতামূলকভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে তিনি জানান।
গৃহকর্তার স্ত্রী আনোয়ারা খাতুন জানান, শত্রুতামূলকভাবে আমাদের বাড়ি ও পান খেতে আগুন দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।
শৈলকুপা দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে শৈলকুপা থানা পুলিশের ওসি এমএ হাশেম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।
এমএএস/আরআই