ইউএনও’র মামলায় শিক্ষক গ্রেফতার
লালমনরিহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়ের করা মামলায় ছাট ঝালঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনিছুর রহমান ডলারকে (৪০) গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আনিছুর রহমান ডলারকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত শিক্ষক আনিছুর রহমান ডলার পৌরসভার রসুলগঞ্জ গ্রামের শহিদুল্লা প্রধানের ছেলে। তিনি উপজেলার ছাট ঝালঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষক ঠিকমত প্রাথমিক বিদ্যালয় না যাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে গত ৭ আগস্ট পাটগ্রাম উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর কুতুবুল আলম উপজলোর ছাট ঝালঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। বিদ্যালয়ে গিয়ে দেখেন সহকারী শিক্ষক আনিছুর রহমান ডলার অনুপস্থিত। তাই ইউএনও উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহতি করে ও তাকে শোকজ করার ব্যবস্থা নিতে বলেন।
এ ঘটনায় উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল ইসলাম (ভারপ্রাপ্ত) ওই শিক্ষককে শোকজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭ আগস্ট ওই শিক্ষক ইউএনওর ঘুষ চাওয়ার অভিযোগ করে রংপুর বিভাগীয় কমিশনার ও লালমনরিহাট জেলা প্রসাশকের মোবাইলে ৩টি ও ১৮ আগস্ট একটি বার্তা পাঠান। এ ঘটনায় মিথ্যা ঘুষ গ্রহণের বার্তার বিরুদ্ধে ইউএনও তথ্য প্রযুক্তি আইনরে ৫৭ ধারায় মোবাইল নম্বর উল্লেখ করে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করনে।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনিছুর রহমান ডলার তথ্য প্রযুক্তি আইনে দায়র করা মামলায় গ্রেফতার হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাটগ্রাম উপজলো প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজুল আলম (ভারপ্রাপ্ত) জানান, ওই শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে।
রবিউল হাসান/এআরএ/এমএস