আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ : আরো একজনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৯ অক্টোবর ২০১৬

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে অধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আকাম উদ্দিন নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

গত ২৪ সেপ্টেম্বর সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের অধিপাত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত হন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকাম উদ্দিনকে ওই দিন রাতেই রাজশাহী হাসপাতালে রেফার্ড করে চিকিৎসকরা।

নিহত আকাম উদ্দিনের ভাতিজা ছমির উদ্দিন জানান, গত ২৪ সেপ্টেম্বর সংঘর্ষে চাচা (আকাম উদ্দিন) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। ওই দিনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তের পর লাশ কুষ্টিয়ায় আনা হবে।  

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা শুনেছি তিনি মারা গেছেন। এই নিয়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

আল-মামুন সাগর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।