কুষ্টিয়ায় ককটেলসহ জামায়াত কর্মী গ্রেফতার


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ০৯ অক্টোবর ২০১৬

কুষ্টিয়ার কুমারখালী থেকে ককটেল ও দলীয় লিফলেটসহ আকবর আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে দুর্গাপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আকবর আলী দুর্গাপুর গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

পুলিশের দাবি, এ সময় তার বাড়ি থেকে ৪টি ককটেল ও ৯১টি দলীয় লিফলেট উদ্ধার করা হয়েছে।

কুমারখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর আলীকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াত কর্মী। তার বিরুদ্ধে কুমারখালী থানায় সরকারি কাজে বাধা দেয়াসহ পুলিশের ওপর হামলার মামলা রয়েছে।

আল-মামুন সাগর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।