বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পর ৭ বছরের মেয়ের বিয়ে
মাগুরা সদর উপজেলার রাঘব দাইড় ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এলাকা হিসেবে ঘোষণার দুইদিন পর পার্শ্ববর্তী কাশিনাথপুর (চারাবটতলা) গ্রামে ৭ বছরের মেয়ে ও ৯ বছরের জামাইকে প্রকাশ্যে বরণ করে নেয়া হয়েছে।
ঘটনাটি সদর উপজেলার কাঁশিনাথপুর চারাবটতলা গ্রামে ঘটেছে।
ওই গ্রামের বাসিন্দা কিবরিয়া মোল্যা তার সাত (৭) বছরের মেয়ে চুমকি খাতুনকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেশের আইন লঙ্ঘনসহ স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছেন। এ ধরনের বাল্যবিয়ে হওয়ার পেছনে স্থানীয় প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন অনেকে।
কাঁশিনাথপুর চারাবটতলা জামে মসজিদের (সাবেক) ইমাম জাগো নিউজকে জানান, কিছুদিন আগে একই এলাকার বাসিন্দা কিবরিয়া মোল্যা তার সাত বছরের মেয়ে চুমকি খাতুনকে ৯ বছরের ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু অনৈতিক কাজে সাড়া না দিলে তিনি (কিবরিয়া মোল্যা) গোপনে তার মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, স্থানীয় প্রশাসনের চোখে বালু দিয়ে কিবরিয়া মোল্যা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য গোপনে ৭ বছরের মেয়েকে বিয়ে দিয়েছেন। ফলে এলাকার অনেক কিশোরী পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়েছে।
আরাফাত হোসেন/এসএস/এবিএস