ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি


প্রকাশিত: ০৭:০৩ এএম, ১০ অক্টোবর ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা ছাত্রলীগ নেতাদের সম্পর্কে ‘আপত্তিকর স্ট্যাটাস’ দেয়ার অভিযোগে রাঙামাটি পৌর ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। এ ঘটনায় জেলা ছাত্রলীগসহ দলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তের ভিত্তিতে রোববার রাঙামাটি পৌর ছাত্রলীগ সভাপতি এইচএম আলাউদ্দিনকে সংগঠনের সব ধরনের পদ-পদবী ও সাংগঠনিক যাবতীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আলাউদ্দিন সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। তাই তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার রাঙামাটি জেলা ছাত্রলীগ নেবে না।  

এ ব্যাপারে উল্লেখ করে জেলা ছাত্রলীগ নেতারা আরো বলেন, আলাউদ্দিন জেলা ছাত্রলীগ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে আপত্তিকর ও কটুক্তিপূর্ণ কথাবার্তা বলেছেন যা ছাত্রলীগের সামগ্রিক ভাবমূর্তির মারাত্মক ক্ষুণ্ন করেছেন। এজন্য তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়েছে।

অব্যাহতি পাওয়ার বিষয়টি জানতে যোগাযোগ করা হলে রাঙামাটি পৌর ছাত্রলীগ সভাপতি এইচএম আলাউদ্দিন বলেন, একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে সংগঠন থেকে অব্যাহতি দেয়ার ঘটনা বিরল ও বিস্ময়কর। আমার স্ট্যাটাস পছন্দ না হলে আমাকে ফোনে বলতে পারতো। প্রয়োজনে আমাকে শোকজও করতে পারতো। অথবা দাদার (জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার) কাছে গিয়ে আমার বিরুদ্ধে বিচার দিতে পারতো। কিন্তু এসব না করে সরাসরি অব্যাহতি দেয়ার মাধ্যমে তারা পুরনো বিরোধের জেরে আমার ওপর প্রতিশোধ নিয়েছে।

জেলা ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে আলাউদ্দিন বলেন, তারা অতীতে কি কি স্ট্যাটাস দিয়েছিলেন তাও সব জানা আছে। এছাড়া ঘনিষ্ঠ সহচররা যখন দলের সিনিয়র নেতাদের অপমান করে হুমকি দিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন তখন তারা কোথায় ছিলেন?

৭ অক্টোবর দেয়া স্ট্যাটাসে আলাউদ্দিন লিখেন ‘আজ বুঝলাম জেলা ছাত্রলীগ কি করতে পারে?  আর আজ দেখলাম আমরা কি করতে পারি? অযোগ্যদের হাতে রাজনীতি হয় না। হয় শুধু ফাঁকা গুলি ফুটানো......ঘুমান, কোনো সমস্যা নেই।’ স্ট্যাটাসটির নিচে আরেকটি কমেন্টে তিনি লিখেন ‘ছাগল দিয়া হাল চাষ হয় না।’

এই স্ট্যাটাসের জের ধরেই তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর ছাত্রলীগ সভাপতি এইচএম আলাউদ্দিন।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।