সুন্দরগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে তদন্ত শুরু


প্রকাশিত: ০১:২৬ পিএম, ১০ অক্টোবর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব মো. হাফিজার রহমানের বিরুদ্ধে ২০১৫-১৬ অর্থ বছরে বরাদ্দকৃত এলজিএসপি-২’র প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে প্রশাসনিকভাবে তদন্ত শুরু হয়েছে।

উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য মমতাজ আলী ও আতোয়ার রহমানসহ ভুক্তভোগীদের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ উল্লেখ করে প্রতিকারের আবেদন করা হয়। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে গত শনিবার থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল আলম বিভিন্ন প্রকল্পের উপর তদন্ত শুরু করেছেন।

তিনি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু, অভিযুক্ত ইউপি সচিব হাফিজার রহমান, অভিযোগকারী ইউপি সদস্য মমতাজ আলী ও আতোয়ার রহমানসহ ইউনিয়নের স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ইতোমধ্যে বেশকিছু প্রকল্পের বিষয়ে দুর্নীতির নমুনা খুঁজে পাওয়া গেছে।
 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রকল্পসমূহ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করা হবে। তবে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ইতোমধ্যে ইউপি সচিব হাফিজার রহমানকে অন্যত্র বদলি করা হয়েছে।

ধোপাডাঙ্গা ইউনিয়নের ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এলজিএসপি-২’র আওতায় ১৯ লাখ ২১ হাজার ৩শ টাকা বরাদ্দ দেয়া হয়। এই বরাদ্দের মধ্যে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সচিব মো. হাফিজার রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবিতে এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।  

অমিত দাশ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।