আত্রাইয়ে কুকুরের কামড়ে আহত ১২


প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১০ অক্টোবর ২০১৬

নওগাঁর আত্রাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার তিলাবাদুরী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহত আট জনের নাম পাওয়া গেলেও অন্যদের নাম পাওয়া সম্ভব হয়নি। আহতরা হলেন শিশু তৃপ্তি (৬), ছাব্বির (৮), রনি (১১), রাজু (১২), তাপস (১৫), সুনীল (২২), অরজুন (২৫), নিতাইসহ ১২ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবমী পূজা উপলক্ষে বিকেল থেকে মন্দির প্রাঙ্গনে দর্শনার্থীদের আসা-যাওয়া চলছিল। রাত পৌনে ৯টার দিকে হঠাৎ গ্রামের একটি কুকুর ক্ষিপ্ত হয়ে মন্দিরে আগত সবাইকে কামড়িয়ে আহত করে পালিয়ে যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা কুকুরে কামড়ে ১২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

আব্বাস আলী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।