‘জঙ্গি ধরা পড়লে বিএনপি জঙ্গিদের পক্ষে বিবৃতি দেয়’


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১১ অক্টোবর ২০১৬

জঙ্গি ধরা পড়লে বিএনপি জঙ্গিদের পক্ষে বিবৃতি দেয়। কল্যানপুরে জঙ্গি নিহত হওয়ার পর খালেদা জিয়া বানোয়াট ঘটনা বলেছেন। দেশের সার্বিক উন্নয়ন ব্যহত করতেই জঙ্গিবেশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ।

মঙ্গলবার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া এলাকায় কয়েকটি কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জঙ্গি দমনে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আত্মনির্ভরশীল ও মর্যাদা সম্পন্ন দেশে পরিণত হচ্ছে। বিশ্বে বাংলাদেশ রোল মডেল। তাই এখানে জঙ্গি আস্তানা থাকবে না। জঙ্গিদের মূল হোতাদের খুঁজে বের করা হবে। যারা শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবে তাদের কোনো ক্রমেই বাড়তে দেয়া হবে না।

এর আগে মন্ত্রী জেলা শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

সেসময় তিনি এক সমাবেশে বলেন, ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণে প্রায় ২ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে। পদ্মাসেতু নির্মাণ শেষ হলে ভোলার সঙ্গে ঢাকার সরাসরি যোগযোগ স্থাপিত হবে।

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্তমাহামুদ, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ ও পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ দে প্রমুখ।

এসময় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমির র্যালিতেও ভোলাবাসীকে শুভেচ্ছা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অমিতাভ অপু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।