ঝালকাঠি কারাগারে হিন্দু বন্দিদের মাঝে প্রসাদ বিতরণ
ঝালকাঠি জেলা কারাগারে বিভিন্ন মামলায় বন্দি হিন্দু ধর্মাবলম্বী ১৪ জনের মাঝে বিজয়া দশমীতে পূজা উদযাপন উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেল সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর আলমগীর হোসেনের পক্ষে জেলার মো. তারিকুল ইসলাম এ প্রসাদ বিতরণ করেন।
জেল সুপার মো. আলমগীর হোসেন জানান, সরকারি নীতি নির্দেশনা অনুযায়ী কারাগারে বিশেষ দিবস উদযাপনের ব্যবস্থা থাকে। সে অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ১৪ জন হিন্দু বন্দির মাঝে বিজয়া দশমীর দিনে ধর্মীয় রীতি অনুসারে প্রসাদ দেয়া হয়েছে।
আতিকুর রহমান/এফএ/আরআইপি