সুন্দরগঞ্জে মা ইলিশ বিক্রিয় দায়ে ব্যবসায়ীর জরিমানা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মা ইলিশ ধরা ও বিক্রির দায়ে শ্রী নির্মল চন্দ্র দাশ (৩৭) নামে এক মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় একশ’ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা করেন।
নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরগঞ্জ পৌর শহরের পূর্ব বাইপাস মোড়ে মাছের আড়তে অভিযান চালানো হয়। এ সময় আড়তে নির্মল চন্দ্র দাশের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আড়তে থাকা ১০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো মাটিতে পুতে রাখা হয়।
মো. জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস