আলোচনার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী বর্তমান সরকার সকল চুক্তি ও প্রটোকল বাস্তবায়ন করছে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে বন্ধুপ্রতিম ভারতের সঙ্গে সকল বিরোধ মীমাংসা করতে চায় সরকার। অন্যদিকে দুই দেশের আলোচনার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরামে ভারত-বাংলাদেশ বিরোধপূর্ণ মুহুরির চর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, ফেনী সদরের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী জেলা প্রশাসক আমিন-উল-আহসান, পুলিশ সুপার রেজাউল হক, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল।
উল্লেখ্য, পরশুরামের বিলোনিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মুহুরির চরের ১৩ একর ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চার বছর আগে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি স্থাপন হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর