পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে আহত ৪০


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ অক্টোবর ২০১৬

মাদারীপুরের রাজৈরে পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে মহাসড়কের উপর যাত্রীবাহী বাস উল্টে ৪০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মোল্লাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।

গুরুতর আহতরা হলেন, আনোয়ার হোসেন (৪০), আবদুস সাত্তার (৪০), খালেক হাওলাদার (৬০), বাসের সুপারভাইজার রাজু (৪০), মেহেদী হাসান (২০), জাহাঙ্গীর হোসেন (৬০), ফারুক তালুকদার (৪০), মোজাহিদ ইসলাম (৪৫), নির্মল (৫০), দেলোয়ার (৩৫), পারুল বেগম (৪০), তাসলিমা বেগম (৫০), হাওয়া বেগম (৩০) আবদুল জব্বার (৬৫), নুর মোহাম্মদ (৬০), ওয়ারেজ আলী (৫০), আলী আকবর (৫০) সুমন (১০) ও রাব্বি (১১)। আহতদের অধিকাংশ বরিশাল, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, গৌরনদী ও উজিরপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মোল্লাকান্দি নামক স্থানে বরিশাল থেকে মাওয়াগামী সাব্বির পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০২-০০৫৪) এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ যাত্রী আহত হন।

সংবাদ পেয়ে রাজৈর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজৈর, গৌরনদী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।