বালিয়াডাঙ্গীতে জুয়াড়ি-পুলিশ সংঘর্ষ


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৪ অক্টোবর ২০১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বালিয়াডাঙ্গী থানার এসআই বাহার উদ্দীন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার এ ঘটনায় ১৫ জনসহ আরও অজ্ঞাত ৮/৯ জন কে আসামী করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক হরিমারি এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হরিণমারী করিডোর ফেডারেশন অফিসের সামনে কিছু লোক জুয়া খেলছে। তাৎক্ষণিকভাবে এসআই বাহার উদ্দীন বিষয়টি থানার ওসিকে অবহিত করেন। এসময় এসআই বাহার উদ্দিনের নেতৃত্বে জুয়াড়িদের ধরতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

জুয়াড়িরা পুলিশের উপর চরম ক্ষিপ্ত হয়ে এসআই বাহার উদ্দীনসহ তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করে। এসময় এসআই বাহার উদ্দীন গুরুতর আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে হরিণমারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। এসআই বাহার উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এ বিষয়ে থানার এসআই বাহার উদ্দীন জানান, গত বুধবার বালিয়াডাঙ্গী থানার তারাঞ্জুবাড়ীর গ্রামের ধন মোহাম্মদের ছেলে হাসমদিনকে (৫০) জুয়া খেলার অপরাধে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে দেই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে জরিমানা করায় ওই এলাকার জুয়াড়িরা আমার উপর ক্ষেপে যায়। আর সেই জের ধরে আবারো জুয়াড়িদের ধরতে গেলে তারা এই হামলা চালায়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

রবিউল এহসান রিপন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।