গহীন বনে সেনা তল্লাশিতে আরো অস্ত্র উদ্ধার
শনিবার সকালের দিকে খাগড়াছড়ির গহীন বন থেকে ৩৮ রাউন্ড গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি আরো একটি এম-১৬ রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। স্থানীয় গণমাধ্যমকর্মী ও নিরাপত্তা বাহিনী সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার বিকেলের দিকে সেনাবাহিনী ও স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের মধ্যে `বন্ধুকযুদ্ধ`র পর সেনা তল্লাশিকালে চাইনিজ সাব মেশিন গান ও একটি জি-৩ রাইফেল উদ্ধার করা হয়।
এনিয়ে উক্ত ঘটনায় একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি জি-৩ রাইফেলের ম্যাগজিন, একটি চাইনিজ সাব মেশিনগান, একটি চাইনিজ সাব মেশিনগানের ম্যাগজিন, একটি এম-১৬ রাইফেল, একটি এম-১৬ রাইফেলের ম্যাগজিন, ৩৮ রাউন্ড এম-১৬ রাইফেলের গুলি, ১৯ রাউন্ড জি-৩ রাইফেলের গুলি, ৪৯ রাউন্ড চাইনিজ সাব মেশিন গানের গুলি, একটি ওয়াকিটকি সেট, একটি মোবাইল ও একটি ব্যাগ উদ্ধারের তালিকায় যুক্ত হলো।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে বন্ধুকযুদ্ধের পর সেনাবাহিনী পুরো এলাকা ঘেরাও করে শনিবার সকালের আলো ফোটা পর্যন্ত ব্যাপক তল্লাশি চালায়।
ভূমি কমিশন বিরোধী হরতাল প্রতিহতসহ পাহাড়কে অস্থিতিশীল করে তুলতে ইউপিডিএফ বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল বলেই মনে করছেন পাহাড়ের সচেতন মহল। তাদের মতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময়োচিত পদক্ষেপের ফলে বড় কোনো সন্ত্রাসী হামলা ঠেকানো সম্ভব হয়েছে।
এদিকে, ইউপিডিএফের সঙ্গে সেনাহিনীর বন্ধুকযুদ্ধের কথা অস্বীকার করেছেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস