সাদুল্যাপুরে চালের তালিকায় হতদরিদ্রদের নাম অন্তর্ভুক্তির নির্দেশ


প্রকাশিত: ০৬:০১ এএম, ১৫ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নসহ সংশ্লিষ্ট ইউনিয়নে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ আওতায় ১০ টাকা কেজি চালের তালিকায় অন্তর্ভুক্ত স্বচ্ছল ব্যক্তির নাম বাদ দিয়ে প্রকৃত হতদরিদ্রদের নাম অন্তর্ভুক্তির (সংশোধনী) নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব।

বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেলিফোন ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে (স্বারক নং- ৫১৬, ৩৩) নির্দেশনা পত্রটি সংশ্লিষ্ট ইউনিয়নের তালিকা প্রণয়ণ কমিটির সভাপতি, ইউপি চেয়ারম্যান ও সচিব বরাবর পাঠানো হয়েছে।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব শনিবার সকালে পত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর দামোদরপুর ইউনিয়নসহ সংশ্লিষ্ট ইউনিয়নে তালিকা সংশোধন করে প্রকৃত হতদরিদ্রদের তালিকাভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
 
নির্দেশনা পত্রে উল্লেখ্য করা হয়, ইউনিয়ন কমিটির সভার মাধ্যমে প্রণীত তালিকায় অন্তর্ভুক্ত হওয়া স্বচ্ছল ব্যক্তির নাম বাদ দিয়ে তদস্থলে প্রকৃত হতদরিদ্রের নাম অন্তর্ভুক্তির সুপারিশসহ কার্যবিবরণী আগামী ৫ দিনের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বরাবরে পাঠাতে হবে। এছাড়া তালিকা সংশোধনীর পরও কোনো স্বচ্ছল ব্যক্তির নাম পাওয়া গেলে সংশ্লিষ্ট চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও উক্ত কার্ডধারী স্বচ্ছল ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সাদুল্যাপুর উপজেলার ১১ ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল কেনার তালিকা অনুসন্ধানে জানা যায়, তালিকা প্রণয়ণে দলীয়করণ, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের আশ্রয় নেওয়া হয়। ফলে দরিদ্রদের পরিবর্তে স্বচ্ছল ও বিত্তশালীরা চাল পাচ্ছেন। এরমধ্যে দামোদরপুর ইউনিয়নে ১২শ ২০ জনের তালিকায় আওয়ামী লীগ নেতা, সরকারি চাকরিজীবী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, শিক্ষক, চিকিৎসক, সাবেক ইউপি সদস্য, শিক্ষকের স্ত্রী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত।

শুধু তাই নয়, তালিকায় আওয়ামী লীগ নেতাসহ তার চার ভাই ও একই পরিবারের স্বামী-স্ত্রী এবং মেয়েসহ স্বচ্ছল ও প্রভাবশালী শতশত ব্যক্তির নাম রয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।