পাহাড়ে রোববারের হরতাল বুধবার ও বৃহস্পতিবার
বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের আন্দোলনরত পাঁচ সংগঠনের ডাকা রোববারের হরতাল স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচী অনুযায়ী বুধবার (১৯ অক্টোবর) রাঙামাটি ও বান্দরবান এবং ববৃহস্পতিবার (২০ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
শুক্রবার ঢাকায় পাঁচ বাঙালি সংগঠনের আহ্বায়ক আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান প্রদর্শন করে ঐদিনের হরতাল পেছানো হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া।
প্রসঙ্গত, বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন ২০১৬ বাতিল এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার ও রোববার (১৩ ও ১৬ অক্টোবর) তিন পার্বত্য জেলায় হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস