গাছের ডাল কাটা নিয়ে কৃষককে খুন
গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে ঝালকাঠির বাসন্ডায় জাকির সিকদার (৩৫) নামে এক কৃষককে খুন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জাকির সিকদার কুনিহারি গ্রামের মৃত. আব্দুল রশিদ সিকদারের ছেলে।
শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারি গ্রামের মোস্তফা কাজী ও জাকির সিকদারের মধ্যে একটি মেহগনি গাছের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গাছের একটি ডাল ঘরের চালের ওপর পড়ায় জাকির সিকদারের ছেলে জাহিদ শুক্রবার বিকেলে কাটতে গেলে প্রতিবেশি মোস্তফা কাজী, তার দুই ছেলে মিজান কাজী, মিন্টু কাজী ও মেয়ে জামাই হান্নান জাহিদ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এক পর্যায়ে জাহিদ সিকদার গুরুতর আহত। প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। এরপর রাত ১১টায় সেখানেই জাকির সিকদারের মৃত্যু হয়।
খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ শুক্রবার রাতেই সদর হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফা কাজী (৬০), ছেলে মিজান কাজী (২৫), মেহেদী কাজী (১৯) ও জামাতা হান্নানকে (৩৫) গ্রেফতার করে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। শনিবার ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তন করা হয়েছে।
আতিকুর রহমান/এআরএ/এবিএস