রাঙামাটিতে আগুনে ৫ বসতঘর ভস্মীভূত


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৬ অক্টোবর ২০১৬

রাঙামাটিতে আগুনে ৫ বসতঘর ভস্মীভূত। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে শহরের ভেদভেদী সওজ কলোনিতে এ অন্ডিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, একটি বসতঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙামাটি ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান, আগুনে ওই কলোনির মো. ইসমাইল, মানিক মিয়া ও মো. ইকবাল মিয়ার যৌথ পরিবারের একটি লম্বা টিনশেড ঘরসহ পাঁচটি বসতঘর পুড়ে যায়।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।