গাইবান্ধায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাইবান্ধার গোবিন্দগঞ্জ মালিক সমিতি কর্তৃক জেলা মোটর মালিক সমিতি পরিচালিত সকল যানবাহন চলাচল বন্ধ করার প্রতিবাদে মঙ্গলবার ভোর থেকে সকল রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে।
রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গাইবান্ধা জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৫ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ মালিক সমিতি কর্তৃক জেলা মোটর মালিক সমিতির সঙ্গে কোনরূপ যোগাযোগ না করেই সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে জেলার আওতাভূক্ত সুন্দরগঞ্জ, বেলকা ও পাঁচপীর ফিডার রুটে তাদের পরিচালিত যানবাহন চালাচল শুরু করে।
এতে জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। কিন্ত গোবিন্দগঞ্জ মালিক সমিতির লোকজন সন্ত্রাসী কায়দায় গত ১৪ অক্টোবর (শুক্রবার) থেকে গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতিভুক্ত বগুড়ায় চলাচলকারী লোকাল, গেইটলক, ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী দূরপাল্লার সকল যানবাহন অবৈধভাবে গোবিন্দগঞ্জে আটক করে জেলা শহরে ফেরত পাঠায়। ফলে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধরণ চরম দুর্ভোগে পড়েন।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, যানবাহন চলাচল বন্ধের বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করা হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে গাইবান্ধা জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্তক্রমে আগামী মঙ্গলবার থেকে জেলার সকল রুটে চলাচলকারী পরিবহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের আহ্বান করা হয়।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল রায়, জিল্লুর রহমান, রোস্তম আলী, নাজিবুল হক নান্নু, মোক্তাদুর রহমান মিঠু, আবুল হোসেন, আব্দুল করিম, আব্দুর রশিদ সর্দার, গৌতম কুমার বিশু, রফিকুল ইসলাম, আরিফ মিয়া রিজু, আবুল কালাম আজাদ, অসীম সাহা, ময়নুল হকসহ জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/এবিএস