রাঙামাটিতে চাঁদা আদায়কালে যুবক আটক


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৬ অক্টোবর ২০১৬

রাঙামাটির নানিয়ারচরে এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পরিচালিত এক অভিযানে নানিয়ারচর বাজারে চাঁদা আদায়কালে আটক করে তাকে রোববার স্থানীয় থানা পুলিশে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে নানিয়ারচর জোনের সেনা সূত্র।
 
সূত্র জানায়, আটক সুবল চাকমা (৩০) জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য। বাজারে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করেন নানিয়ারচর জোনের সেনা সদস্যরা।

ওই সময় সুবল চাকমা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বইসহ আদায় করা নগদ টাকা উদ্ধার করা হয়।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।