ফেনীতে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার
ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ আব্দুর রহিম নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে তাকে উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাইকপাড়া সিএনজি গ্যারেজে অভিযান চালায়। এ সময় যুবলীগ নেতা আব্দুর রহিমের কাছে একটি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নুর আলম ওই এলাকার মৃত নুর ইসলামের ছেলে এবং যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
জহিরুল হক মিলু/এসএস/এমএস