আ.লীগের সম্মেলনকে ঘিরে ভোলায় উৎসবের আমেজ


প্রকাশিত: ০৪:১৯ এএম, ১৮ অক্টোবর ২০১৬

কেন্দ্রীয় আওয়ামী লীগের ২০তম সম্মেলনকে ঘিরে ভোলা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় অফিসে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়, স্লোগানে স্লোগানে সরগরম দলীয় অফিস চত্বর।

রাস্তায় রাস্তায় বর্তমান সরকারের উন্নয়নের স্মারক হিসেবে ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। আলোক সজ্জার পশাপাশি ডিসপ্লেতে দেখানো হচ্ছে দলীয় সভানেত্রীর অগ্রণী ভূমিকার নানা দিক।

সম্মেলনে অংশ নিতে দলীয় অফিসে সোমবার রাতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব জানান, কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে ঈদ উৎসবের মতো আমেজ বিরাজ করছে। ঢাকায় যেতে লঞ্চ রিজার্ভ করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফসার উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. ইলিয়াস প্রমুখ।

অমিতাভ অপু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।