পাটগ্রামের বাউড়া ইউপির নির্বাচন স্থগিত


প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে আদালত।

বাউড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল হক বসুনিয়ার একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টে বিচারপতি রেজাউল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের যৌথ বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাচন কমিশনের কাছে হাইকোর্টের এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ পৌঁছে।

পাটগ্রাম উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, বিলুপ্ত ছিটমহল ইউনিয়ন হওয়ায় আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বাউড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুল হক বসুনিয়ার রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারক রেজাউল হক ও জাহাঙ্গীর হোসাইনের একটি বেঞ্চ ওই ইউনিয়নে তিন মাসের জন্য নির্বাচন স্থগিত আদেশ দেন। রিট আবেদনে সীমানা সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে তিনি এ আবেদন করেন।

লালমনিরহাট জেলা নির্বাচন কমিশনার মো. ফজলুল হক বলেন, বিকেলে এ সংক্রান্ত আদেশের একটি কপি লালমনিরহাট জেলা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা কমিশনের সিদ্ধান্ত ক্রমে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

রবিউল হাসান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।