বাকপ্রতিবন্ধী গৃহবধূকে পাচারের অভিযোগে আটক ২
বাগেরহাটের শরণখোলায় শাহনাজ বেগম (২১) নামের এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সেকেন্দার হাওলাদার (৫২) ও তার স্ত্রী শাহেদা বেগম (৪২)। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বাকপ্রতিবন্ধী শাহনাজকে চিহ্নিত নারী পাচারকারী সেকেন্দার ও তার স্ত্রী শাহেদা বেগম কৌশলে বাড়ি থেকে নিয়ে যান। পরবর্তীতে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের এক দালালের মাধ্যমে শাহনাজকে ভারতে পাচার করে দেন তারা।
এ ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে সোমবার (১৭ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার নারী পাচারকারী সেকেন্দার ও শাহেদা শরণখোলা বগী দশঘর গ্রামে নিজ বাড়িতে আত্মগোপনে আছেন। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওসি মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে এবং বাকপ্রতিবন্ধী গৃহবধূকে ফেরত দেবে বলে জানিয়েছে। অভিযুক্ত সেকেন্দার প্রতিশ্রুতি দিয়েছেন ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দেবেন। তবে বর্তমানে ওই প্রতিবন্ধী গৃহবধূ কোথায় আছেন এমন প্রশ্ন করা হলে ওসি মো. আব্দুল জালিল সুস্পষ্টভাবে কিছু বলতে পারেননি।
শওকত আলী বাবু/এএম/আরআইপি