গাইবান্ধায় পরিবহন ধর্মঘট স্থগিত


প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৮ অক্টোবর ২০১৬

গাইবান্ধায় আহুত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে মালিক-শ্রমিক নেতাদের সমঝোতা সভার পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সর্বাত্মক ধর্মঘট পালিত হওয়ায় জেলার সব রুটে যানবাহন চলাচল ছিল। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণসহ লোকাল, গেইটলক, ট্রাক, পণ্যবহনকারী যানবাহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ।

জেলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কাজী মকবুল হোসেন ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ে মালিক-শ্রমিক নিয়ে এক জরুরি বৈঠক হয়। পৌর মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন বৈঠকের মধ্যস্থতা করেন। বৈঠকে জনগণের ভোগান্তির কথা বিশেষভাবে বিবেচনা করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হয়ে গাইবান্ধার বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু হঠাৎ করে গোবিন্দগঞ্জ উপজেলা পরিবহন সমিতি কর্তৃক অনিয়মতান্ত্রিক সন্ত্রাসী কায়দায় গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতিভুক্ত বগুড়ায় চলাচলকারী লোকাল, গেইটলক, ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী দূরপাল্লার সব প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এর প্রতিবাদে রোববার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলার সব রুটে মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জিল্লুর রহমান পলাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।