চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ক্যাবল অপারেটর নিহত
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুরে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৫০) নামে এক ক্যাবল অপারেটর নিহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম দ্বারিয়াপুর হাতাপাড়া গ্রামের মৃত সুলতান আলীর ছেলে এবং স্থানীয় ফেন্ডস কেবল অপারেটরের কর্মী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর শাপলা ক্লাবের সামনে ড্রামবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মোহা. আব্দুল্লাহ/এসএস/এমএস