বদলগাছীতে সাড়ে ৪ লাখ তাল বীজ রোপণ


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৯ অক্টোবর ২০১৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নওগাঁর বদলগাছীতে সাড়ে ৪ লাখ তাল বীজ রোপণ করা হয়েছে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, চলতি বছর সারাদেশে বজ্রপাতে প্রায় ৩শ’  জনের বেশি লোক মারা গেছে। পরিবেশ থেকে তালগাছ হারিয়ে যাওয়ায় এ বজ্রপাত বেড়ে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আর এ বজ্রপাত বেশি আঘাত হানে সাধারণত উঁচু গাছে। এদিক থেকে তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমায়।

এজন্যই দেশের ১২৫টি উপজেলা থেকে সংগ্রহ করা তাল বীজ রোপণে নওগাঁর বদলগাছীর উপজেলার প্রায় ২শ’ শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার শিক্ষক ও শিক্ষার্থীসহ সচেতন এলাকাবাসী অংশ নেয়। তাল গাছ খরা মোকাবিলা ও বজ্রপাত নিরোধে সহায়ক। তাল গাছের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।

এ বিবেচনা থেকেই রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার ৮ ইউনিয়নের সকল সড়কে ৩ লাখ তালগাছের লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় সাড়ে ৪ লাখ তাল বীজ রোপণ করা হয়েছে। এক সঙ্গে সাড়ে ৪ রাখ তাল বীজ রোপণ করার রেকর্ডও হয়েছে বলে- ‘গ্রীনেস’ বুকে স্থান পাওয়ার দাবি জানানো হয়।

এ ধরনের সিদ্ধান্ত সারাদেশের মধ্যে ব্যাপক সাড়া যোগাবে বলে আশা পোষণ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ প্রকল্পকে শতভাগ সফল করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার পর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী গত ৬ অক্টোবর বদলগাছী মাতাজী সড়কে তালবীজ রোপণ করে এ প্রকল্পের উদ্বোধন করেছিলেন।

উক্ত প্রকল্পের আওতায় বুধবার সকাল ৯টায় উপজেলার কাদিবাড়ি জিধিরপুর সড়কে তালবীজ রোপণের সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত, বরেন্দ্র নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক।

এছাড়া উপজেলা বরেন্দ্র সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির আহাম্মেদ, বদলগাছী ইউপি সদস্য আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, হেলাল রাব্বী, বাবর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।  

উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং জনপ্রতিনিধিরা স্ব-স্ব এলাকার সড়কে এ তালবীজ রোপণ করে।

নওগাঁর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক জানান, তাল বীজ রোপণের মধ্যদিয়ে এ এলাকায় সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি তাল উৎপাদন ও রস সংগ্রহের মধ্য দিয়ে এলাকার সামাজিক উন্নয়ন হবে।

বাংলাদেশের মধ্যে সাড়ে ৪ লাখ তাল বীজ কোথায়ও এক সঙ্গে রোপণ করা হয়নি। এক সঙ্গে যে পরিমাণ তাল বীজ রোপণ করা হয়েছে সেটা যেন গীনেস বুকে স্থান পায় সে দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত বলেন, তালগাছ বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে ও প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা করে। তাই এলাকার পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এ উপজেলায় একযোগে সাড়ে ৪ লাখ তাল বীজ রোপণ করা হয়েছে।

বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী জানান, বাংলাদেশে তালগাছ বিলুপ্তির পথে। যে পরিমাণ তাল গাছ রোপণ করা হয়েছে তার অর্ধেকও বেঁচে থাকলে বদলগাছী উপজেলার ব্যাপক উন্নয়ন হবে। তালগাছগুলো পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় দুর্যোগ ও প্রশমন দিবসে তালগাছ রোপণের উপর জোর তাগিদ দেন। প্রধানমন্ত্রীর কথা অনুধাবন করে এ উপজেলায় সাড়ে ৪ লাখ তাল গাছ রোপণ করা হলো।

আব্বাস আলী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।