খাগড়াছড়িতে হরতাল চলছে
আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে ৫ বাঙালি সংগঠনের ডাকা ২৪ ঘণ্টার হরতাল।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতালে খাগড়াছড়ি জেলা শহরের কোথাও পিকেটিং করতে দেখা না গেলেও জেলা শহরের বাইরের বিভিন্ন উপজেলায় পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
হরতাল চলাকালে খাগড়াছড়ি পৌর শহরে হরতাল সমর্থিতদের মাঠে দেখা না গেলেও হরতাল বিরোধীদের সক্রিয় দেখা গেছে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সতর্ক রয়েছে।20161020112104.jpg)
হরতালের চলাকালে খাগড়াছড়ি পৌর শহরে রিকশা ও টমটমসহ হালকা যানবাহন চলাচল করতে দেখা গেলেও খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যানবাহন। বন্ধ আছে অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল। সকালের দিকে পুলিশি পাহারায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো খাগড়াছড়ি জেলা শহরে প্রবেশ করেছে।
হরতালকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রইছ উদ্দিন জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতে শহরে অতিরিক্ত ৭টি মোবাইল টিম মোতায়েন আছে।
প্রসঙ্গত, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধন আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটন জোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।20161020112111.jpg)
মুজিবুর রহমান ভুইয়া/এসএস/আরআইপি