শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
পূর্ব বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপার দেবীনগরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আতিয়ার রহমান আতি খাঁ (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমান ওই গ্রামের মোহাম্মদ খাঁ ছেলে। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল কুদ্দুস, আরিফুল ইসলাম, বিষু মন্ডল, আব্দুর রাজ্জাক, রোজদার হোসেন ও ইয়ামিনসহ ১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।
শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেবীনগর গ্রামে নিহত আতিয়ার ও শাহাজানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা রামদা ও অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই আতিয়ার রহমান মারা যান।
ওসি মো. তরিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আহমেদ নাসিম আনসারি/এএম/এবিএস