রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১


প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ অক্টোবর ২০১৬

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঘরের ভেতরে আটকা পড়ে শেফালি সাহা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দূরছড়ি বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে অন্তত ১৫-২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সাবেক ইউপি মেম্বার ও ব্যবসায়ী ওসমান গনি বলেন, আগুনে দূরছড়ি বাজারের কমপক্ষে তিন শতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে।  

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মালামালের হিসাব নির্ণয় করা যায়নি। তবে তিন শতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। এছাড়া এক নারী মারা গেছেন।

জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর শুনেছি। শিগগিরই দুর্গত এলাকা পরিদর্শনে যাব।

সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।